নিজস্ব সংবাদদাতা: এবার ছত্রিশগড় নির্বাচনের মধ্যেই বড় কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি করেন, 'গতবারের নির্বাচনে আমি আপনাদের বলেছিলাম যে খামারের লোন মকুব হয়ে যাবে। লিখে রেখে দিন, এইবার এটি তুলে দেওয়া হবে। আমরা গতবার বলেছিলাম বিদ্যুতের বিল অর্ধেক করে দেওয়া হবে। এইবার ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব হয়ে যাচ্ছে। এর অর্থ হল ছত্রিশগড়ের ৪০ লক্ষ পরিবারকে বিদ্যুতের জন্য এক পয়সাও দিতে হবে না। ভারতের মধ্যে এটাই প্রথম রাজ্য হবে যেখানে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে দেওয়া হবে'।
বিদ্যুতের বিল ফ্রি! রাজ্য কাঁপিয়ে দিলেন রাহুল গান্ধী
এবার বিদ্যুতের বিল মকুব করে দিল কংগ্রেস। ক্ষমতায় আসলে এই রাজ্যে ব্যাপক সুবিধা পেতে চলেছে সাধারণ মানুষ। ঘোষণা করলেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এবার ছত্রিশগড় নির্বাচনের মধ্যেই বড় কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি করেন, 'গতবারের নির্বাচনে আমি আপনাদের বলেছিলাম যে খামারের লোন মকুব হয়ে যাবে। লিখে রেখে দিন, এইবার এটি তুলে দেওয়া হবে। আমরা গতবার বলেছিলাম বিদ্যুতের বিল অর্ধেক করে দেওয়া হবে। এইবার ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব হয়ে যাচ্ছে। এর অর্থ হল ছত্রিশগড়ের ৪০ লক্ষ পরিবারকে বিদ্যুতের জন্য এক পয়সাও দিতে হবে না। ভারতের মধ্যে এটাই প্রথম রাজ্য হবে যেখানে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে দেওয়া হবে'।