ফের শিরোনামে রাহুল গান্ধী, মোদীকে নিয়ে একী বললেন তিনি

রাহুল গান্ধী তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, দেশের মানুষ সস্তায় গ্যাস আর রেল ভ্রমণ করতে চায়, মোদীর মূর্তির সঙ্গে ছবি তুলতে নয়। রেলের ভাড়া বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়ও বাতিল করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
rahul gandhi and naremdra modi.jpg

নিজস্ব সংবাদদাতা: রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে তীব্র ভাষায় মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  টুইট করে তিনি লেখেন, ভারতীয় রেলের প্রতিটি শ্রেণির জন্য 'গারিবো কি সাওয়ারি' ভাড়া বাড়ানো হয়েছে। এমনকী বয়স্কদের জন্য যে ভাড়া ছাড় দেওয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে। প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে। রেল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  'সেলফি স্ট্যান্ড' বানানোর জন্য জনগণের কষ্টার্জিত টাকা থেকে কি এই টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে? ভারতের মানুষ কী চায়? সস্তায় গ্যাস সিলিন্ডার এবং সহজ রেল ভ্রমণ নাকি 'শাহেনশাহের মূর্তির সঙ্গে' ছবি?"