কেন রাজ্যবাসীর অশ্রু মুছতে আসছেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন রাহুল

মণিপুর নিয়ে ফের রাহুল গান্ধীর নিশানায় বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
rahulllss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ মণিপুর থেকে বড় কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "আমি ২০০৪ সাল থেকে রাজনীতিতে আছি এবং প্রথমবারের মতো আমি ভারতের এমন একটি জায়গায় গিয়েছি যেখানে শাসনের সমস্ত অবকাঠামো ভেঙে পড়েছে।  ২৯ শে জুনের পরে মণিপুর আর মণিপুর ছিল না, এটি বিভক্ত হয়ে যায় এবং সর্বত্র ঘৃণা ছড়িয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়। চোখের সামনেই প্রিয়জনকে হারিয়েছে মানুষ। এখনও পর্যন্ত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে আপনাদের অশ্রু মুছতে এবং আপনার হাত ধরতে আসেননি। এটি একটি লজ্জাজনক বিষয়। হয়তো প্রধানমন্ত্রী মোদী, বিজেপি এবং আরএসএসের কাছে মণিপুর ভারতের অংশ নয়।  আজ অবধি মণিপুরে এলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে হিংসার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। মণিপুরকে দেশের অংশই ভাবে না বিজেপি।“