সবুজ চাদরে মুড়ল বস্তি, 'গরীব মানুষ-পশুদের আড়াল করছে সরকার', সরব রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার অভিযোগ করেছেন যে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে সরকার অনেকগুলি বস্তি ঢেকে দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
rahul green.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জি ২০-র (G20) নৈশভোজে আমন্ত্রণ পাননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এদিকে এই জি ২০ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, ‘গরীব মানুষকে আড়াল করছে ভারত সরকার। এই ভারত সরকার আমাদের দরিদ্র মানুষ এবং পশুদের লুকিয়ে রাখছে। আমাদের অতিথিদের কাছ থেকে ভারতের বাস্তবতা লুকানোর কোনও প্রয়োজন নেই।‘ কংগ্রেস দল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে বস্তিগুলিকে সবুজ চাদরে ঢেকে রাখা দেখা যাচ্ছে। দু'দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা অংশ নিচ্ছেন।