নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-হত্যা মামলার ঘটনায় লোকসভা বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন টুইট করে বলেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় সমগ্র দেশ হতবাক। ভিকটিমকে ন্যায়বিচার দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা গুরুতর প্রশ্ন তুলেছে। হাসপাতাল ও স্থানীয় প্রশাসন এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি ডাক্তাররা নিরাপদ না থাকেন, তাহলে নির্ভয়া মামলার পরও কেন অভিভাবকরা তাদের মেয়েকে বাইরে পাঠাবেন? এই ধরনের অপরাধ রোধ করতে কি প্রতিটি দল, সমাজের প্রতিটি অংশকে গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে না? হাথরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ক্রমাগত ক্রমবর্ধমান ঘটনার বিষয়ে কি দৃঢ় পদক্ষেপ নিতে হবে না?”
RG Kar Medical College and Hospital rape-murder case | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi tweets "The entire country is shocked by the gruesome incident of rape and murder of a junior doctor in Kolkata...The attempt to save the accused instead of providing justice to the… pic.twitter.com/mQMUIqxfoN