জোটের মুখেই বিবাদ, চম্পাই সোরেনকে অপমান রাহুলের

‘কংগ্রেসের পরিচয় মানে আদিবাসী সমাজের অপমান’৷

New Update
Champai Soren Rahul Gandhi PTI.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে নিয়ে এবার নতুন মন্তব্য করলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। এদিন তিনি বলেন, “আজ, এটা খুব স্পষ্ট যে 'কংগ্রেস কি পেহচান, আদিবাসী সমাজ কা আপমান' অর্থাৎ ‘কংগ্রেসের পরিচয় মানে আদিবাসী সমাজের অপমান’৷ একদিকে, বিরসা মুন্ডা দিবস উদযাপন করেন প্রধানমন্ত্রী৷  আদিবাসী সমাজের কন্যা, দ্রৌপদী মুর্মুকে এনডিএ এবং প্রধানমন্ত্রী মোদির দ্বারা রাষ্ট্রপতি করা হয়েছে। সেখানেই অন্যদিকে রাহুল গান্ধী চম্পাই সোরেনকে অপমান করেছেন, যিনি জনসমক্ষে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। তবে এটি প্রথম নয় দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধেও কংগ্রেস ভোট দিয়েছিল এবং তাকে রাষ্ট্রপত্নীও বলেছেন রাহুল গান্ধী। এতেই বোঝা যায় আদিবাসীদেরকে নিয়ে কি ভাবেন তারা”।

rahul gandhi uu1.jpg

champai sorenqw1.jpg

Add 1