নিজস্ব সংবাদদাতা: আরএসএস প্রধান মোহন ভগবতের মন্তব্যের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কার্যত বলা যেতে পারে রাগে ফুঁসছেন লোকসভার বিরোধী দলনেতা। মোহন ভগবতকে ‘বিশ্বাসঘাতক’ বলে সম্বোধন করেছেন কংগ্রেস সাংসদ। এমনকি এখানেই না থেমে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
আর তাঁর এই মন্তব্যের পর সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীরা কেউ তাঁর এই মন্তব্যকে ভালো ভাবে নিচ্ছেন না। এদিন এই প্রসঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, “কখনও কখনও, রাহুল গান্ধী যা বলেন তা বোধগম্য হয় না। বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করার সময়, তিনি ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তাই তিনি কী বলতে চাইছেন তা বোধগম্য নয়। যদি তার অনুভূতি বোঝা না যায়, তাহলে এর উপর প্রতিক্রিয়া জানানো ঠিক হবে না”।
কিন্তু কেন এতোটা রেগে গিয়েছেন রাহুল গান্ধী? আসলে গত সোমবার এক সভা থেকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে মন্তব্য করতে গিয়ে মোহন ভগবত বলেছিলেন ‘এটি সত্যিকারের স্বাধীনতা’। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর তাতেই বেজায় চটেছেন রাহুল গান্ধী।