নিজস্ব সংবাদদাতা: হিংসা বিধ্বস্ত সম্বল যেতে রাহুল-প্রিয়াঙ্কাকে বাধা। দিল্লি-গাজীপুর সীমানায় আটকানো হল প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে। জানা গেছে যে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে আটকানো হয়েছে তাদের কনভয়।