হরিয়ানা বিধানসভায় আপের শরনাপন্ন কংগ্রেস! কী বলছেন সাংসদ

রাঘর চাড্ডা বলেন আপ ও কংগ্রেসের জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা নির্বাচনের জন্য কংগ্রেসের সাথে সম্ভাব্য জোট সম্পর্কে, AAP নেতা রাঘব চাড্ডা বলেছেন, "আলোচনা চলছে। আমরা আশাবাদী যে জোট হরিয়ানা এবং দেশের পক্ষে তৈরি হবে।"

লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে আপ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কিছু দিনের মধ্যে সেই জোট নিয়ে আর কোনও আপডেট পাওয়া যায় না। অন্যদিকে, হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই আপের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে হরিয়ানা কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, দিল্লিতে আপ দুর্নীতির সরকার চালাচ্ছে। দুর্নীতির জেরে দিল্লির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কিন্তু আবার নতুন করে জোটের সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। 

অন্যদিকে, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ায় কংগ্রেসে যোগ দেওযা  ও প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। তবে এই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। কংগ্রেস খোলসা করেনি। 

 tamacha4.jpeg