নিজস্ব সংবাদদাতা: আজ গুরুপূর্ণিমা। এই বিশেষ তিথিতে এবার গুজরাটের আহমেদাবাদে ইস্কন মন্দিরে সাজিয়ে তোলা হল রাধামোহনকে। ইতিমধ্যেই সরে গিয়েছে পর্দা।
/anm-bengali/media/post_attachments/f6095d8e-766.png)
অপুরূপ দর্শনে বিরাজমান হয়েছেন রাধা-বিহারী। ইতিমধ্যেই সামনে এসেছে ভিডিও।
/anm-bengali/media/post_attachments/e4fc0320-6e3.png)
একবার মনে থেকে বলুন- 'রাধে-রাধে, রাধেকৃষ্ণা-রাধেকৃষ্ণা' এবং দর্শন করুন রাধামোহনের।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)