নিজস সংবাদদাতাঃ রেবিসের আতঙ্ক শুরু হয়েছে গোটা চেন্নাই শহর জুড়ে। সূত্র মারফত জানা গিয়েছে, চেন্নাইয়ের রোয়াপুরম এলাকায় এখনও অবধি ২৯ জনেরও বেশি মানুষকে রেবিস আক্রান্ত কুকুর কামড়েছে। এই বিষয়ে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কমিশনার জে. রাধাকৃষ্ণান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, " আমরা ২৭ নভেম্বর থেকে একটি পূর্ণাঙ্গ কুকুরশুমারি করতে যাচ্ছি। সমস্ত কুকুরকে টিকা দেওয়াও হচ্ছে। তাছাড়া, বর্তমান নীতিটি হল বন্ধ্যাকরণ। প্রতি বছর আমরা ১৫-১৭ হাজার কুকুরকে বন্ধ্যাকরণ টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। রায়পুরমে ২৯ জন মানুষকে 'ইমিউনোগ্লোবুলিন' টিকা দেওয়া হয়েছে। এবং সেই এলাকাতেই আমরা ৫২ টি কুকুরকে আমাদের সেন্টারে নিয়ে এসেছি। "