নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নু মামলায় ভারতকে সমর্থন করল রাশিয়ার। পান্নু মামলায় এবার আমেরিকাকে তিরস্কার করল পুতিনের দেশ। ভারতের হয়ে সুর চড়িয়ে রাশিয়া বলেছে, 'পান্নু হত্যা ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার কোন প্রমাণ আমেরিকার কাছে নেই।'
রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন যে 'আমাদের কাছে তথ্য রয়েছে, ওয়াশিংটন এখনও পান্নুকে হত্যার চেষ্টায় ভারতীয় নাগরিকদের জড়িত থাকার কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়নি।' ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার আনা খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে ভারতে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
রুশ মুখপাত্র আরও বলেছেন, 'আমেরিকা ভারতকে অপমান করছে। আমেরিকা নিয়মিত ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে আসছে। শুধু ভারতের বিরুদ্ধে নয়, আরও অনেক দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা আমেরিকার কাজ হয়ে দাঁড়িয়েছে।'