পুষ্পক এক্সপ্রেস দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনার কথা জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pushpak express

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বাই-এর জলগাঁও ট্রাই দুর্ঘটনার বিষয়ে মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল এদিন বলেন, “১১ জন মারা গেছেন, আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে জলগাঁও থেকে ৪০ কিলোমিটার দূরে। পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা যারা জলগাঁও থেকে যাচ্ছিলেন, তাঁদের সাথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। লখনউ থেকে মুম্বাইগামী ট্রেনের জেনারেল কোচে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে চেইন টেনে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। একই সময়ে, কর্ণাটক এক্সপ্রেস অন্য লাইন থেকে পার হচ্ছিল, যা যাত্রীদের ধাক্কা দেয় বলে জানা গিয়েছে”।

pushpak express  1