'মহারাষ্ট্রে কংগ্রেসের প্রতিশ্রুতি ভুয়ো' : ভোটের আগে কি বললেন বিজেপি নেতা?

২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির সংকল্প পত্র সম্পর্কে মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

author-image
Debapriya Sarkar
New Update
Bjp

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপির সংকল্প পত্র সম্পর্কে মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, "বিজেপি সর্বদা জনগণের প্রতিশ্রুতি পূর্ণ করে এবং মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন সরকার গঠন করে রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।" ধামি উল্লেখ করেন, "যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার গঠন করেছে, সেই রাজ্যগুলো দ্রুত এগিয়েছে, যেমন হরিয়ানায় তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন হয়েছে।"

মহা বিকাশ আঘাদি (MVA)-এর ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, "কংগ্রেস ষাট বছর দেশ শাসন করেছে, কিন্তু জাত শুমারি কেন করেনি, তা স্পষ্ট নয়। নির্বাচনের সময় তারা বিভ্রান্তি সৃষ্টি করছে।" তিনি আরও বলেন, "কর্ণাটক, হিমাচল, তেলেঙ্গানায় কংগ্রেস যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূর্ণ হয়নি। তাই মহারাষ্ট্রের জনগণ তাদের ভোট দেবে না।"