নিজস্ব সংবাদদাতা: পুরীতে রথযাত্রার আনন্দ পাল্টে গেল কান্নায়। রথযাত্রার মিছিলে ঘটল মর্মান্তিক কাণ্ড। পদপিষ্ট হয়ে মৃত ১ পুণ্যার্থী। পাশাপাশি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে একাধিক ব্যক্তি আহত হয়েছে। বলরামের রথ টানার সময়ে ভিড়ের চাপে দমবন্ধ হয়ে অসুস্থ হন ১। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
/anm-bengali/media/post_attachments/678644b2473e290670ddfe9907842d4d5a3c937bdae622d469eaf7bb086881df.jpg)
এর পাশাপাশি ৩০০ জন পুরী সদর হাসপাতাললে ভর্তি হন। ৫০ জন ছাড়া পেয়েছেন চিকিৎসার পর।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)