নিজস্ব সংবাদদাতা: পুরীতে এমন কী আছে যা বাংলা ভাষা শেখার জন্য স্থানীয় পুলিশকে (Puri Police) বাধ্য করছে? "বাংলার ৮০ শতাংশ পর্যটকদের ভিড়ের কারণে আমি আমার অফিসারদের জন্য বাংলা শেখানোর উদ্যোগ নিয়েছি", বলেছেন পুরীর পুলিশ (Police Super) সুপার ডঃ কানওয়ার বিশাল সিং৷ পুরী জেলা প্রশাসনের তৈরি পর্যটন প্রোফাইল অনুসারে, ধর্মীয় পর্যটন (Religious Tourism) হলো পুরীর মূল আকর্ষণ। "অধিকাংশ পর্যটক আসে পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে", এমনটাই জানালেন জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রাজ্য সরকার পুরী পুলিশ ও প্রশাসনকে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে এবং ভাষা যাতে বাধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে।