নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের এমনিই আর্থিক সমস্যা দেখা দিয়েছে। যা নিয়ে বিজেপি কম ব্যঙ্গ কিন্তু করেনি। তা বলে দলের প্রার্থী নাম প্রত্যাহার করে নেবে?
তেমনটাই ঘটল এবার। প্রচার করার টাকা নেই, তা জানিয়ে পুরী লোকসভা কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করে নিল কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি। নিজেই মেইল করে সে কথা জানিয়েছেন সুচরিতা। কে সি ভেণুগোপালকে সেই মেইল পাঠিয়েছেন তিনি। আর তারপরই ফের সরগরম ওড়িশার রাজনীতি।