একাধিক রাঘব বোয়াল সহ গ্রেফতার ১৪৯৫২ জন

বড়রকমের সাফল্যের কথা জানিয়েছে পাঞ্জাব পুলিশ। প্রায় এক বছর ধরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের প্রেক্ষিতে তুলে ধরা হয়েছে কিছু পরিসংখ্যান।

author-image
Pritam Santra
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নির্দেশে মাদকের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে এক বছর পূর্ণ হতে চলেছে। এই অভিযানের আওতায় পাঞ্জাব পুলিশ ২০২২ সালের ৫ জুলাই থেকে ২১৩২ জন রাঘব বোয়াল সহ ১৪৯৫২ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ মোট ১১,১৪৭ টি এফআইআর দায়ের করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্সপেক্টর জেনারেল সুখচেন সিং গিল সোমবার এক সংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যজুড়ে স্পর্শকাতর রুটে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৭৫ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গুজরাট ও মহারাষ্ট্রের বন্দর থেকে ১৪৭.৫ কেজি হেরোইন উদ্ধার করেছে পাঞ্জাব পুলিশ, যার ফলে মাত্র ১১ মাসে মোট হেরোইন উদ্ধার হয়েছে ১১৩৫.২৫ কেজি। আইজিপি বলেন, হেরোইনের একটি বিশাল চালান উদ্ধারের পাশাপাশি পুলিশ সারা রাজ্য থেকে ৭৩১ কেজি আফিম, ৮৪০.৭৬ কেজি গাঁজা, ৩৫০.৪০ কুইন্টাল পোস্ত এবং ৬২.৪৯ লক্ষ ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। পুলিশ এই ১১ মাসে ধরা পড়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১১.৮৩ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে।