নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা বলেছেন, "পাঞ্জাবের কৃষকরা মণ্ডিতে ধান আনছে, কিন্তু কেন্দ্রীয় সরকার চাল তুলতে দেরি করেছে৷ আমাদের মন্ত্রীরা গোডাউনগুলি খালি করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছেন যাতে স্টোরেজের ব্যবস্থা করা যায়৷ কিন্তু কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে গোডাউনগুলি খালি করেনি, কারণ বিজেপির পাঞ্জাব এবং কৃষকদের প্রতি প্রচুর ঘৃণা রয়েছে। আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করব। "
কৃষি আইন বাতিল নিয়ে কৃষকরা বিক্ষোভ করেছিলেন। সেখানে পঞ্জাবের কৃষকরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। কৃষি আন্দোলনের জেরে তিনটি বিতর্কিত কৃষি আইন কার্যত বাতিল করে দিতে হয় কেন্দ্র সরকারকে। পঞ্জাবের মন্ত্রী পরোক্ষে বোঝাতে চাইছেন, পঞ্জাবের কৃষকদের প্রতি বিজেপির রাগ রয়েছে।