নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির ফলে পাঞ্জাবের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। জলের তলায় ডুবেছে পাঞ্জাবের মুনাকের সালামপুরা গ্রাম।
যার ফলে বিভিন্ন বাড়ির ছাদে আশ্রয় নিতে হয়েছে গ্রামবাসীদের। তবে এত জলের মধ্যেই জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। মিলছে না পানীয় জল। এছাড়াও খাদ্য সংকটও রয়েছে। যার ফলে হেলিকপ্টার থেকে জল ও খাদ্য দেওয়া হচ্ছে সালামপুরা গ্রামের বাড়িগুলিতে।