গ্রেফতার কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, বেঁকে বসল ছেলে?

২০১৫ সালের মার্চ মাসে বিধায়ক সুখপাল খাইরার গ্রেফতারির মামলাটি মাদকের সঙ্গে সম্পর্কিত। সুখপাল ভুলাঠ আসন থেকে তিনবারের বিধায়ক।

author-image
SWETA MITRA
New Update
123

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খায়রা (Sukhpal Singh Khaira)-কে গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। এদিকে এই নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরার ছেলে মেহতাব সিং খাইরা। আজ শনিবার জালালাবাদে তিনি বলেন, "আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা লড়েছি। আমরা এটা জিতেছি। এই এফআইআরটি ২০১৫ সালের মার্চ মাসে দায়ের করা হয়েছিল। আমার বাবার নাম এসেছে ২০১৭ সালে। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট আমাদের সমন আদেশ বাতিল করেছে। কিন্তু এখন আট বছর পর তাকে তদন্তের জন্য ডাকা হয়েছে। তারা এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে যে সুখপাল সিং খাইরা একজন মাদক চোরাচালানকারী।“