নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের জলন্ধরে এক জনসভায় ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশভাগের সময় যে হিন্দু-শিখ ভাইয়েরা ওপারে চলে গিয়েছিলেন, তাঁরা আমাদেরই আপনজন। বিজেপি-এনডিএ সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ এনেছে। কিন্তু তাতে সমস্যা রয়েছে কংগ্রেসের। তারা বলছে, ক্ষমতায় এলে সিএএ তুলে নেবে।”
তিনি আরও বলেন, “পাঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য। আমরা এটাকে আবার বিপদে ফেলতে দিতে পারি না। পঞ্জাবের মানুষ বুঝে গিয়েছেন, 'ঝাড়ু' দলের লোকজন মদের পাইকারি বিক্রেতা। কংগ্রেসের কাছ থেকে জরুরি অবস্থার শিক্ষা নিয়েছে 'ঝাডু' পার্টি। দু'জনেই এখানে এবং দিল্লিতে একে অপরকে গালি দিচ্ছেন, আবার একে অপরকে জড়িয়ে ধরছেন।”