জ্বলছে রাজ্য, ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মারাঠা সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রে আবারও তোলপাড় শুরু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
marahaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মারাঠা সংরক্ষণের (Maratha Reservation) দাবিতে একপ্রকার জ্বলছে মহারাষ্ট্র। রাজ্যের দিকে দিকে চলছে বিক্ষোভ। আগুন জ্বালিয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ। গতকাল মহারাষ্ট্রের পুনে শহরের নাভালে ব্রিজের কাছে পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মারাঠা সংরক্ষণপন্থী বিক্ষোভকারীরা। বিক্ষোভস্থলের কাছাকাছি যানবাহন চলাচল ব্যাহত হয়। এদিকে এই ঘটনায় চরম পদক্ষেপ নিল পুলিশ। পুনে শহরের নাভলে ব্রিজের কাছে মারাঠা কোটার পক্ষে বিক্ষোভ চলাকালীন পুনে-বেঙ্গালুরু জাতীয় মহাসড়ক (Pune-Bengaluru National Highway) ৪৮-এ টায়ার জ্বালিয়ে দেওয়ার অভিযোগে প্রায় ৪০০-৫০০   লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুনে পুলিশ। পুনে পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের সনাক্ত করার প্রক্রিয়া চলছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিংগড় রোড থানায় ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৬, ১৮৮, ৩৩৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দেখুন ভিডিও...