২০২৫-এ ধনতেরস, কালীপুজো ও ভাইফোঁটা কবে? চলে এল তালিকা

তালিকাটি দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
diwali fgbfghy

নিজস্ব সংবাদদাতা: সদ্য শেষের দিকে এ বছরের কালীপুজো তথা দীপাবলি। বাকি আছে শুধু ভাইফোঁটা। উ‍ৎসবের মরশুম শেষের দিকে বলে মন খারাপ হয়ে যায় সকলের৷ মন ভাল করতে জেনে নিন আগামী বছ অর্থাৎ ২০২৫ সালের ধনতেরস, কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা ঠিক কবে পড়ল৷ আগামী বছর দুর্গাপুজো এগিয়ে আসছে৷ ফলে স্বভাবতই এগিয়ে যাবে কালীপুজোও৷

২০২৫ সালে ১৮ অক্টোবর, শনিবার পালিত হবে ধনতেরস বা ধনত্রয়োদশীর পুণ্যতিথি৷ এদিকে ভূত চতুর্দশী পড়েছে ২০ অক্টোবর, সোমবার৷ কার্তিক অমাবস্যায় আগামী বছর কালীপুজো এবং দীপাবলি পালিত হবে একই দিনে যা হল ২১ অক্টোবর, মঙ্গলবার৷ পরের দিন ২২ অক্টোবর হল গোবর্ধন উৎসব৷

ভাইফোঁটা আগামী বছর পালন করা হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার৷ অর্থাৎ ২০২৫-এই কালীপুজোয় লম্বা ছুটি পাবেন আপনি৷