সংশোধিত ওয়াকফ বিল পাস হলে দেশ জুড়ে চলবে আন্দোলন! উঠছে আওয়াজ

AIMPLB-এর মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস বলেছেন, সংশোধিত ওয়াকফ বিল পাস হলে দেশ জুড়ে চলবে আন্দোলন।

author-image
Tamalika Chakraborty
New Update
সসেসে

নিজস্ব সংবাদদাতা: বুধবার সংসদে সংশোধিত ওয়াকফ বিল পাস হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে AIMPLB-এর মুখপাত্র ডঃ সৈয়দ কাসিম রসুল ইলিয়াস বলেছেন, "যদি এই বিলটি সংসদে পাস হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করব। আমরা চুপ করে বসে থাকব না। আমাদের কাছে থাকা সমস্ত আইনি এবং সাংবিধানিক বিধান আমরা ব্যবহার করব। প্রস্তাবিত সংশোধনীগুলি প্রত্যাহার না করা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালাব।"

File picture