নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে রাজ্য সরকরের বিরুদ্ধে এবার বিক্ষোভে নামল এআইএডিএমকে। কাল্লাকুরিচি হুচ ট্র্যাজেডি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে চেন্নাইতে বিক্ষোভ করেছে তারা। উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত ৫৭ জনের প্রাণ গিয়েছে।