নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানা আইন পরিষদের বাইরে বিআরএস এমএলসিরা বিক্ষোভ করেছেন।
হলুদ চাষীদের জন্য ন্যূনতম ১৫,০০০ টাকা সহায়ক মূল্যের দাবিতে প্ল্যাকার্ড ধরে স্লোগান দিয়েছেন তারা।
ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
#WATCH | Hyderabad, Telangana: BRS MLCs protested outside the Telangana Legislative Council, held placards and raised slogans demanding a minimum support price of Rs 15,000 for turmeric farmers. pic.twitter.com/dErd1xzZHl