নিজস্ব সংবাদদাতা: এবার ভরসা রাষ্ট্রপতিই। তাই কামদুনির প্রতিবাদীরা দ্বারস্থ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর সামনেই। এদিনের সফরসূচীতেই স্থির ছিল যে কামদুনির প্রতিবাদীরা এবার দ্বারস্থ হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। বিচার চেয়ে তাঁদের কাছে আবেদন জানাবেন তারা। মামলার ১০ বছর পেরিয়ে গেলেও দোষীরা শাস্তি পায়নি। এমনকি হাইকোর্ট থেকে মুক্তি পেয়ে গেছে অনেকেই। তাই এবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা।
আজ সুপ্রিম কোর্টে প্রথম শুনানির দিন স্থগিত হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি ভবনে আসেন মাষ্টারমশাই, মৌসুমী কয়ালরা। সেখানে নিজেদের আবেদন লিখে জানান তারা। তবে নিয়ম অনুযায়ী, আজই রাষ্ট্রপতির সাক্ষাৎ পাননি তারা। তবে খুব তাড়াতাড়িই তাঁদের সাথে দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ।