প্রবল বৃষ্টির জেরে ধসে গেল অট্টালিকা! মৃতদের নিয়ে বিস্ফোরক মন্তব্য অতীশির

দিল্লির প্রস্তাবিত মুখ্যমন্ত্রী অতীশি অট্টালিকে ধসে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
g6nr8rk_atishi-kejriwal_625x300_17_September_24

নিজস্ব সংবাদদাতা:  করোলবাগ ভবন ধসের প্রসঙ্গে প্রস্তাবিত দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি বলেছেন, "এই ঘটনায় চারজন মারা গেছে। দিল্লি সরকার মৃত ব্যক্তিদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। যারা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।" এ ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও অতীশি বলেন। 

building collapse

তদন্তকারী আধিকারিকেরা জানান, ভবনটি অনেক পুরনো। ভারী বৃষ্টির কারণে ভবনটি ধসে পড়েছে।  দিল্লির প্রস্তাবিত মুখ্যমন্ত্রী অতীশি বলেন,  "এ বছর প্রচুর বৃষ্টি হয়েছে। কেউ যদি তাঁদের নিজেদের ভবন বা অন্য কোনো কাঠামোগত বিপদের লক্ষণ দেখেন, অনুগ্রহ করে অবিলম্বে কর্তৃপক্ষকে জানান। সরকার দ্রুত ব্যবস্থা নেবে।" বুধবার সকালে দিল্লির করোলবাগ এলাকায় একটি দ্বিতল ভবন ধসে তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।