ইজরায়েলে আটকে স্ত্রী, মোদীর কাছে বিশেষ আর্জি এক অসহায় স্বামীর

সপ্তম দিনে পা দিল ইজরায়েল ও হামাসের সংঘর্ষের ঘটনা। বাড়ছে উদ্বেগ।

author-image
SWETA MITRA
New Update
war tami.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলে (Israel) গিয়ে আটকে রয়েছে তাঁর স্ত্রী। এদিকে স্ত্রীকে ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের (Tamil Nadu Agriculture University) অধ্যাপক ডঃ রমেশ। তাঁর স্ত্রী ডঃ রাধিকা একটি সম্মেলনে যোগ দিতে ইজরায়েল গিয়েছিলেন, সেখানে আটকে পড়েছেন। এই বিষয়ে ডঃ রমেশ বলেন, "আমার স্ত্রী দুই মাসের প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য ইজরায়েলে গিয়েছিলেন। যদিও ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের কারণে আমার স্ত্রী সেখানে আটকে পড়েছে। আমি তার কাছ থেকে বার্তা পেয়েছি যে সে বর্তমানে নিরাপদে আছে কিন্তু অনেক চাপের মধ্যে রয়েছেন । আমি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি তাকে উদ্ধার করে অপারেশন অজয়ের আওতায় ভারতে নিয়ে আসার জন্য। তার বাবা-মাও উদ্বিগ্ন। আমার ছেলেও তার মায়ের সঙ্গে দেখা করতে আগ্রহী।“ দেখুন...