কেরলে পৌঁছলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা! তাঁর জন্য কী বিশেষ ব্যবস্থা কংগ্রেস নেতাদের

কেরলের ওয়ানাডে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বুধবার মনোনয়ন জমা দেবেন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
priyanka gandhiyy1.jpg


নিজস্ব সংবাদদাতা: প্রিয়াঙ্কা গান্ধী বঢরা মঙ্গলবার কেরালার ওয়ানাডে পৌঁছান। তিনি বুধবার নিজের নমিনেশন জমা দেবেন। ওয়ানাড  লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে  কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।  কেরল কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার জয়ের বিষয়ে আশাবাদী। তাঁরা মনে করেছন, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ব্যাপক ভোটে জয় পাবেন। 

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ এবং তার ভাই এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর সাথে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা মনোনয়ন জমা দেবেন। কেরালায় কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তার জন্য কালপেট্টা শহরে রাহুলের সাথে একটি বড় রোড শো আয়োজন করছে। কেরলের কংগ্রেসের কর্মী, সমর্থকরা এতে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। 

রাহুল মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে ওয়েনাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে এবং তিনি ওয়ানাডের মানুষের জন্য প্রিয়াঙ্কার চেয়ে ভাল প্রতিনিধি কল্পনা করতে পারেন না।  পাশাপাশি তিনি বলেন, ওয়ানাদের জন্য তিনি সব সময় রয়েছেন।  তিনি ওয়াদের মানুষকে নিজের পরিবার বলে মনে করেন।