আরও মা আর দাদার জন্য প্রচার করবেন না! এবার দায়িত্ব বাড়ছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার

এবার আর মা আর দাদার জন্য প্রচার করবেন না প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
priyanka sad.jpg

নিজস্ব সংবাদদাতা:  নির্বাচনের প্রচারে একাধিকবার দেখতে পাওয়া গিয়েছিল তাঁকে। কখনও  কখনও মা সোনিয়া গান্ধীর হয়ে প্রচার করেছিলেন তো কখনও দাদা রাহুল গান্ধীর হয়ে প্রচার। কিন্তু, কখনও ভোট ময়দানে নিজে নামেননি। নিজের জন্য ভোট চেয়ে জনতার দরবারে যাননি। এবার সেটাই করতে চলেছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। ওয়ানাডে রাহুল গান্ধীর জেতা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে রায় বরেলি ও ওয়ানাড এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। দুটি কেন্দ্রেই জেতেন তিনি। নিয়ম অনুসারে, তাঁকে একটি আসন ছাড়তে হয়। ওয়েনাড আসনটি ছাড়েন রাহুল। লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই রাহুল গান্ধী জানিয়েছিলেন কংগ্রেস থেকে ওয়ানাডের আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এখন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল মাত্র। 

কংগ্রেস নেতারা বলছেন, ২০০৪ সালে প্রথম ভোট প্রচারে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকে। রায়বরেলিতে মা সনিয়া গান্ধীর হয়ে প্রচার করেছিলেন। আর আমেঠিতে দাদা রাহুল গান্ধীর হয়ে প্রচারে নেমেছিলেন। কিন্তু, এতদিন নিজে ভোট ময়দানে নামার ইচ্ছেপ্রকাশ করেননি। ফলে এই প্রথম নিজের জন্য ভোট চাইবেন বছর বাহান্নর প্রিয়ঙ্কা।

 tamacha4.jpeg