নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের ভালসাদে এক জনসভায় কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বলেন, "প্রধানমন্ত্রীর কি দেশ ও জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? প্রধানমন্ত্রী যদি মঞ্চে দাঁড়িয়ে থাকেন, তাহলে তাঁর সত্যি কথা বলার কথা, এটা তাঁর দায়িত্ব। ইন্দিরা গাঁধী দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমি রাজীব গান্ধীকে টুকরো টুকরো করে ঘরে এনেছি, তিনি এই দেশের জন্য প্রাণ দিয়েছেন।"