আদানি নিয়ে সংসদে আলোচনা করতে ভয় পায়! তারা গণতন্ত্রে ভয় পায়

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, তারা আদানি নিয়ে সংসদে আলোচনা করতে ভয় পায়।

author-image
Tamalika Chakraborty
New Update
yfhjkl;

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, "আমি আমার ভাইয়ের (রাহুল গান্ধী) জন্য গর্বিত।  তাঁর কাছে এই দেশের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। তিনি এই দেশের ঐক্যের জন্য কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৪,০০০ কিলোমিটার হেঁটেছেন। তারা যা খুশি বলুক।  আদানি ইস্যু নিয়ে আলোচনা করার সাহস তাদের কাছে নেই (সংসদে)।  সংসদেএই বিষয়ে আলোচনা করলে সমস্যা কোথায়? আলোচনা শুধু গণতন্ত্রেই হয়, তারা গণতন্ত্রে ভয় পায়।" 

goutam adani