"আমার বাবা প্রধানমন্ত্রী থাকার সময়... ", বিস্ফোরক দাবি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, ".আমার বাবা প্রধানমন্ত্রী থাকাকালীন হেঁটে গ্রামে গ্রামে যেতেন এবং সমস্যাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করতেন।"
নিজস্ব সংবাদদাতা: বারাণসীতে প্রধানমন্ত্রীর রোডশোতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেছেন, ".আমার বাবা প্রধানমন্ত্রী থাকাকালীন হেঁটে গ্রামে গ্রামে যেতেন এবং সমস্যাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করতেন। মানুষের চোখের জল মুছেও দিতেন।"
#WATCH | Amethi, Uttar Pradesh: On Prime Minister's roadshow in Varanasi, Congress General Secretary Priyanka Gandhi Vadra says, "...My father, while being the Prime Minister, used to go to the villages on foot and ask about the problems. He used to wipe the tears of the people… pic.twitter.com/LVRY1Bdjq9