একটা প্রতিশ্রুতিও রক্ষা হয়নি, কৃষক অসন্তোষের নেপথ্যে কোন কারণ

প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেন, দেশের কৃষকদের জন্য রাস্তা কাঁটা বিছানো। সরকারের কৃষকদের প্রতি অসংবেদনশীল মনোভাবের জন্য ৭৫০ জনের মৃত্যু হয়েছে। কৃষকদের দেওয়া একটা প্রতিশ্রুতিও প্রধানমন্ত্রী রক্ষা করেনি।

author-image
Tamalika Chakraborty
New Update
priyankagandhi

নিজস্ব সংবাদদাতা : দেশ জুড়ে নতুন করে কৃষক অসন্তোষ বাড়তে শুরু করেছেন। এই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি টুইট করে বলেন, "কৃষকের পথে কাঁটা ও পেরেক বিছানো। এটা কি সমৃদ্ধির সময় নাকি অন্যায়ের সময়?
এই অসংবেদনশীল এবং কৃষক বিরোধী মনোভাব ইতিমধ্যে ৭৫০ জন কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। কৃষকদের বিরুদ্ধে কাজ করা, তারপরও তাদের আওয়াজ তুলতে না দেওয়া- এটা সরকারের কী ধরনের লক্ষণ? কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। না এমএসপি আইন করা হয়েছে, না কৃষকদের আয় দ্বিগুণ করা হয়েছে । তাহলে দেশের সরকারের কাছে কৃষকরা না এলে তারা যাবে কোথায়? প্রধানমন্ত্রী! দেশের কৃষকদের সঙ্গে এমন আচরণ কেন? আপনি কৃষকদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করছেন না কেন?"