'উচ্ছৃঙ্খল আচরণ'! কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে শেষ সুযোগ

বর্ষা কালীন অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনও পার্থক্য নেই। নীরব রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
SWETA MITRA
New Update
adhirrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বাদল অধিবেশন চলাকালীন লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এরই মাঝে বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে উঠে এল। জানা গিয়েছে, এবার লোকসভার বিশেষাধিকার কমিটি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার জন্য কমিটির সামনে হাজির হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পরবর্তী সভার তারিখ ৩০ আগস্ট তাকে কমিটির সামনে হাজির হতে বলা হতে পারে বলে খবর। উল্লেখ্য, গত ১০ আগস্ট 'উচ্ছৃঙ্খল আচরণের' জন্য অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়।