নিজস্ব সংবাদদাতাঃ বাদল অধিবেশন চলাকালীন লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এরই মাঝে বড় সিদ্ধান্তের কথা প্রকাশ্যে উঠে এল। জানা গিয়েছে, এবার লোকসভার বিশেষাধিকার কমিটি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তাঁর বিরুদ্ধে অভিযোগের জবাব দেওয়ার জন্য কমিটির সামনে হাজির হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পরবর্তী সভার তারিখ ৩০ আগস্ট তাকে কমিটির সামনে হাজির হতে বলা হতে পারে বলে খবর। উল্লেখ্য, গত ১০ আগস্ট 'উচ্ছৃঙ্খল আচরণের' জন্য অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়।