নিজস্ব সংবাদদাতা: ভবিষ্যতে যিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন, তাঁর স্ত্রী থাকা আবশ্যিক। বৃহস্পতিবার এই কথা বললেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব। স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা আসলে একটি ভুল কাজ, জানান লালু।
মেডিক্যাল চেকআপের জন্য সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন লালু। সেখানে এক সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, "স্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা অন্যায়।"
সামনেই লোকসভা ভোট। লালু জানান, বেঙ্গালুরুতে ১৭টি বিরোধী দল একত্রিত হবে এবং মহাগটবন্ধন বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে। ২০২৪ সালের নির্বাচনে জোট কটি আসন পাবে, এই নিয়ে প্রশ্ন করা হলে লালু জানান, মহাগটবন্ধন অন্তত ৩০০টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে।