বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি 'ভগবান' নামে পরিচিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতাঃ আজ আদিবাসী মুণ্ডা দলনেতা বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খণ্ডের খুন্তি জেলার উলিহাতু গ্রামে বিরসা মুণ্ডার একটি মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁকে শ্রদ্ধা জানান ৷
#WATCH | Prime Minister Narendra Modi garlands a statue of Birsa Munda and pays him tribute, at his native village Ulihatu in Khunti district of Jharkhand on his birth anniversary. pic.twitter.com/w8sC2xnjk7