নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটের গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। প্রধানমন্ত্রী মোদি সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৮ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত গুজরাট সফর করবেন। তিনি ৯ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে পৌঁছবেন। সেখানে প্রধানমন্ত্রী মোদি বিশ্ব নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তারপরে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেশনগুলির CEO -দের সাথে বৈঠক করবেন। বিকেল ৩ টের সময় তিনি ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো উদ্বোধন করবেন।