নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মহারাষ্ট্রের পোহারাদেবীর জগদম্বা মাতা মন্দিরে ঐতিহ্যবাহী ঢোল বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়া, মহারাষ্ট্রের ওয়াশিমে সন্ত সেবালাল মহারাজ ও সন্ত রামরাও মহারাজের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও জানা গিয়েছে, বানজারা সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনে বানজারা বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়াশিমে বানজারা বিরাসত সংগ্রহালয়ের উদ্বোধন ও পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসও উপস্থিত ছিলেন।