পরশু রাম মন্দিরের উদ্বোধন, আগামীকাল ধনুকধারী রামকে দেখতে যাচ্ছেন মোদী!

পরশু হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। তবে তার আগে আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর বিশেষ পরিকল্পনা। কাল যাবেন তামিলনাড়ুর এক বিশেষ মন্দিরে। রয়েছে তার বিশেষ ইতিহাস।

author-image
Anusmita Bhattacharya
New Update
ayodhya-pm-modi-bhoomi-pujan-on-3rd-5th-august-know-how-ram-temple-will-be.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল তামিলনাড়ুর ধানুশকোডিতে আরিচল মুনাই পয়েন্টে যাবেন। এটি সেই জায়গা যেখানে রাম সেতু নির্মিত হয়েছিল বলে জানা গেছে। পরে প্রধানমন্ত্রী শ্রী কোথান্দারামা স্বামী মন্দিরে পুজো দেবেন ও দর্শন করবেন। কোথান্দারামা নামের অর্থ ধনুকধারী রাম। এটি ধানুশকোডিতে অবস্থিত। কথিত আছে যে এখানেই বিভীষণ শ্রী রামের সাথে প্রথম দেখা করেন এবং তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কিছু কিংবদন্তি বলে যে এই সেই জায়গা যেখানে শ্রী রাম বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন।