নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের মাধায় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "১৫ বছর আগে একজন খুব বড় নেতা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন। এরপর তিনি শপথ নিয়ে বলেন, এখানকার খরা কবলিত এলাকায় জলের ব্যবস্থা করবেন। কিন্তু তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেননি, এবং এখন সময় এসেছে তাকে শাস্তি দেওয়ার। বিদর্ভ হোক বা মারাঠওয়াড়া। প্রতিটি জলবিন্দুর জন্য মানুষকে আকুল করে তোলার এই পাপ বছরের পর বছর ধরে চলে আসছে। দেশটি কংগ্রেসকে ৬০ বছর শাসন করার সুযোগ দিয়েছে। এই ৬০ বছরে বিশ্বের অনেক দেশ সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু কংগ্রেস কৃষকদের জমিতে জল দিতে পারেনি। ২০১৪ সালে কয়েক দশক ধরে আটকে থাকা প্রায় ১০০টি সেচ প্রকল্প ছিল, যার মধ্যে ২৬টি প্রকল্প ছিল মহারাষ্ট্রের। একবার ভাবুন, কংগ্রেস মহারাষ্ট্রের সঙ্গে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে।"