নিজস্ব সংবাদদাতাঃ আজ মহারাষ্ট্রের নাসিকে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ তপোবন ময়দানে রাষ্ট্রীয় যুব মহোৎসবে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আজ ভারতের যুব শক্তির দিন। এই দিনটি সেই মহান ব্যক্তিকে উৎসর্গ করা হয়েছে যিনি দাসত্বের দিনগুলিতে ভারতকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে এখানে আসতে পেরে আমি আনন্দিত। রাষ্ট্রীয় যুব দিবসে সকলকে আমার অনেক শুভেচ্ছা। আজ রাজমাতা জিজা বাঈয়ের জন্মবার্ষিকী, যিনি ভারতে 'নারী শক্তির' প্রতীক।“