নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে সবরমতীতে মহাত্মা গান্ধী আশ্রমে পুনর্নির্মিত কোচরাব আশ্রমের উদ্বোধন করেন এবং গান্ধী আশ্রম স্মৃতিসৌধের মাস্টার প্ল্যানের সূচনা করেন।
গুজরাটের আমেদাবাদের সবরমতী আশ্রমে প্রধানমন্ত্রী মোদী বলেন, "বাপুর এই সবরমতী আশ্রম সর্বদাই এক আশ্চর্য শক্তির কেন্দ্রবিন্দু ছিল। যখনই এখানে আসার সুযোগ হয়, তখনই বাপুর প্রেরণা আমরা স্পষ্টভাবে অনুভব করতে পারি। সত্য ও অহিংসার আদর্শ, দেশের প্রতি ভক্তির সংকল্প, দরিদ্র ও অনগ্রসর মানুষের সেবায় ঈশ্বরের সেবাভাব – সবরমতী আশ্রম আজও বাপুর এই মূল্যবোধকে বাঁচিয়ে রেখেছে।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "১২ মার্চ সেই ঐতিহাসিক দিন, যখন বাপু স্বাধীনতা সংগ্রামের গতিপথ বদলে দিয়েছিলেন এবং ডান্ডি মার্চ ইতিহাসে স্বর্ণাক্ষরে নিবন্ধিত হয়েছিল। স্বাধীন ভারতে এই তিথি এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সূচনার সাক্ষী। ২০২২ সালের ১২ মার্চ দেশ এই আশ্রম থেকে আজাদি কা অমৃত মহোৎসব শুরু করে।"