নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "প্যারিস অলিম্পিকে দারুণ দল পাঠাচ্ছে ভারত। দেখবেন পুরো দল এবং অ্যাথলিটরা কীভাবে নিজেদের শক্তি দেখাবে। তরুণদের এই আত্মবিশ্বাসই ভারতের আসল রাজধানী এবং যুবশক্তির মাধ্যমে একবিংশ শতাব্দীতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সবথেকে বড় সামর্থ্য রয়েছে। নির্বাচনের সময় আমি বলতাম, গত ১০ বছরে ভারত যে উন্নয়ন করেছে তা কেবল একটি ট্রেলার মাত্র, আগামী ১০ বছরে আমরা আরও দ্রুত বৃদ্ধি পেতে চলেছি। সেমিকন্ডাক্টর থেকে বৈদ্যুতিন উৎপাদন, গ্রিন হাইড্রোজেন থেকে বৈদ্যুতিক যানবাহন এবং বিশ্বমানের পরিকাঠামো – ভারতের নতুন গতি বিশ্ব উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করবে। বিশ্বব্যাপী দারিদ্র্য থেকে জলবায়ু পরিবর্তন, প্রতিটি পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে ভারত অগ্রণী ভূমিকা পালন করবে।"