নিজস্ব সংবাদদাতাঃ আজ 'মন কি বাত'-এর ১১২ তম পর্বে বিশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আসামের চরাইদেও মইদামকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তালিকায় এটি ভারতের ৪৩ তম স্থান হবে, তবে উত্তর-পূর্ব থেকে প্রথম সাইট।
/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
চরাইদেও মানে পাহাড়ের গায়ে ঝকঝকে শহর। এটি ছিল আহোম রাজবংশের প্রথম রাজধানী। আহোম রাজবংশের লোকেরা ঐতিহ্যগতভাবে তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ এবং তাদের মূল্যবান জিনিসপত্র মইদামে রাখত।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)