উত্তর-পূর্ব থেকে প্রথম, UNESCO-র বিশ্ব ঐতিহ্যের তালিকায় উঠল এই স্থানের নাম! খুশি মোদী

আজ 'মন কি বাত'-এর ১১২ তম পর্বে বিশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
PM Narendra Modiw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ 'মন কি বাত'-এর ১১ তম পর্বে বিশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আসামের চরাইদেও মইদামকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তালিকায় এটি ভারতের ৪৩ তম স্থান হবে, তবে উত্তর-পূর্ব থেকে প্রথম সাইট

Modi

চরাইদেও মানে পাহাড়ের গায়ে ঝকঝকে শহর। এটি ছিল আহোম রাজবংশের প্রথম রাজধানী। আহোম রাজবংশের লোকেরা ঐতিহ্যগতভাবে তাদের পূর্বপুরুষদের দেহাবশেষ এবং তাদের মূল্যবান জিনিসপত্র মইদামে রাখত। 

Adddd