নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন "৬০ বছরের ব্যবধানের পরে দেশে তৃতীয়বারের মতো একটি সরকার নির্বাচিত হয়েছে এবং সরকার গঠনের পর, এটি আমার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। আপনারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি অবিভূত। পথিমধ্যে যেভাবে মানুষ আমাকে আশীর্বাদ করছিলেন এবং আজ এন চন্দ্রবাবু নাইডু তাঁর বক্তৃতায় সব ছক্কা মেরেছেন, আমি তাঁর প্রতিটি কথার চেতনাকে সম্মান করছি এবং অন্ধ্রপ্রদেশের মানুষকে আশ্বস্ত করছি, দেশবাসীর যে অনুভূতি আজ চন্দ্রবাবু ব্যক্ত করছিলেন, একসঙ্গে আমরা অবশ্যই সেই লক্ষ্যগুলি অর্জন করব।"