নিজস্ব সংবাদদাতা: লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে মার্চ মাসে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রধানমন্ত্রী তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় প্রকাশ্যে নিয়ে আসেন। লেক্স ফ্রিডম্যান সেই পডকাস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিলেন, "আপনি মৃত্যুকে ভয় পান?" এই প্রশ্নের উত্তরে মোদী বলেন, "মৃত্যু নিশ্চিত জানার পরেও জীবনকে আলিঙ্গন করে থাকা উচিৎ। আমাদের জীবনে সব থেকে চরম সত্য মৃত্যু। সেই মৃত্যুকে ভয় পাওয়ার কী রয়েছে?" প্রধানমন্ত্রী বলেন, মৃত্যুকে ভয় পাওয়া নিরর্থক এবং এর পরিবর্তে মানুষের উচিত হাতে যে সময় রয়েছে, তাতে মানুষের কাজে লাগানো। জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসার ক্ষেত্রে মনোনিবেশন করা।
/anm-bengali/media/media_files/2024/11/23/1000109732.jpg)