নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ ইউক্রেনের কিয়েভে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভের ইউক্রেন জাতীয় যাদুঘরে শহীদ প্রদর্শনীতে শিশুদের স্মৃতির প্রতি সম্মান জানিয়েছেন।
ইউক্রেনের কিয়েভে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, "কিয়েভে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছি। বাপুর আদর্শ সার্বজনীন এবং লক্ষ লক্ষ মানুষকে আশা দেয়। তিনি মানবতার প্রতি যে পথ দেখিয়েছেন আমরা সবাই যেন সেই পথে চলি।"
প্রসঙ্গত, গান্ধী মূর্তি, মহাত্মা গান্ধীর স্থায়ী উত্তরাধিকার এবং তাঁর শান্তি ও অহিংসার নীতির প্রতীক। ২০২০ সালে মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এভি ফোমিন বোটানিক্যাল গার্ডেনে মহাত্মার ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করা হয়েছিল।